ফোরজারি বা জালিয়াতি
ফোরজারি বা জালিয়াতির উৎপত্তি অতি প্রাচীনকাল থেকেই। বলা যায় বর্ণমালার উৎপত্তি বা লেখার উপায় উদ্ভাবনের পাশাপাশি জালিয়াতির কৌশলেরও উদ্ভব ঘটে।বিশেষ করে যখন থেকে অর্থনৈতিক লেনদেনে লিখিত ফরমান বা নির্দেশনামার প্রচলন শুরু হয়।আর তখন থেকেই জালিয়াতি প্রতিরোধে শুরু হয় বিভিন্ন আইন প্রনয়নের কাজ। যার নজির দেখা যায় রোমান শাসনামলে ৮০ খ্রীষ্টপূর্বাব্দে।এসময় উত্তরাধিকারীদের কাছে জমি বা সম্পত্তি হস্তান্তরের সময় নকল বা জাল দলিলাদি উপস্থাপন নিষিদ্ধ করা হয়।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে জালিয়াতি প্রতিরোধে আইন প্রনয়ন, পরিমার্জন ও পরিবর্ধন করতে দেখা যায়।পাশাপশি জালিয়াতি প্রতিরোধে বিভিন্ন কৌশলের উদ্ভাবন ঘটতে থাকে। এর এক পর্যায়ে সিকউরিটি প্রিন্টিং-এর উদ্ভাবন ঘটে।
No comments:
Post a Comment